ঢাকা | বঙ্গাব্দ

ইরানে পারমাণবিক অস্ত্র গবেষণাগারেও হামলা

ক্ষেপণাস্ত্রের জন্য কঠিন জ্বালানি তৈরির জন্য ব্যবহৃত কারখানায়ও আঘাত হেনেছে ইসরায়েলি যুদ্ধবিমান।
  • | ২৯ অক্টোবর, ২০২৪
ইরানে পারমাণবিক অস্ত্র গবেষণাগারেও হামলা ইরান।

ইসরায়েল শনিবার (২৬ অক্টোবর) ভোররাতে ইরানে যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, তার মধ্যে দেশটির একটি পারমাণবিক অস্ত্র গবেষণাগারও ছিল। মার্কিন এক গবেষক এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, শনিবার একটি ইসরায়েলি বিমান এমন একটি ভবনে আঘাত করেছিল যা ইরানের বিলুপ্ত পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচির অংশ ছিল।


তিনি এবং অন্য একজন গবেষক বলেছেন, ক্ষেপণাস্ত্রের জন্য কঠিন জ্বালানি তৈরির জন্য ব্যবহৃত কারখানায়ও আঘাত হেনেছে ইসরায়েলি যুদ্ধবিমান। খবর আরব নিউজের।


বাণিজ্যিক উপগ্রহ চিত্রের ওপর ভিত্তি করে জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক ডেভিড অ্যালব্রাইট এবং ওয়াশিংটন থিঙ্ক ট্যাঙ্ক সিএনএর একজন সহযোগী গবেষণা বিশ্লেষক ডেকার এভেলেথ এ তথ্য জানান।


তারা রয়টার্সকে জানিয়েছে যে ইসরায়েল তেহরানের কাছে পারচিনে এলাকায় একটি বিশাল সামরিক কমপ্লেক্স ভবনে আঘাত করেছে। তেহরানের কাছে খোজিরকে এলাকায় একটি ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায়ও ইসরায়েল আঘাত করেছে। এভেলেথ বলেন, ইসরায়েলি এ হামলার কারণে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হতে পারে।


ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তেহরানের ১ অক্টোবর ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। ওই হামলার প্রতিশোধ নিতেই শনিবার তিন দফায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো শনিবার ভোরে তেহরানের কাছে সামরিক ঘাঁটি, পশ্চিম ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা এবং অন্য গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। তবে, ইরানের সামরিক বাহিনী বলেছে যে ইসরায়েলি যুদ্ধবিমানগুলি ইলাম, খুজেস্তান এবং তেহরানের আশেপাশের প্রদেশে রাডার সিস্টেমে আঘাত সামান্য আঘাত করেছে।


এক্স-এর পোস্টে আলব্রাইট বলেছেন, বাণিজ্যিক উপগ্রহ চিত্রগুলিতে দেখা গেছে, ইসরায়েল পারচিনে তালেগান-২ নামক একটি বিল্ডিংয়ে আঘাত করে যা ইরানের বিলুপ্ত পারমাণবিক অস্ত্র উন্নয়ন ও পরীক্ষামূলক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং মার্কিন গোয়েন্দারা বলেছে যে ইরান ২০০৩ সালে এই কর্মসূচি বন্ধ করে দিয়েছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টার কথা অস্বীকার করেছে।


এদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি এক্সে (সাবেক টুইটারে) দেওয়া এক পোস্টে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতি হয়নি। এ সময় তিনি পরমাণু এবং অন্য তেজস্ক্রিয় পদার্থের সুরক্ষা এবং নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।


এর আগে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানায়, তারা ইরানের ‘সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে। ‘কয়েক মাস ধরে ইরানের ধারাবাহিক হামলার’ জবাবে এ হামলা চালানো হয়েছে।