ঢাকা | বঙ্গাব্দ

সাইন্সল্যাবে সাত কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সাইন্সল্যাবে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
  • | ২৯ অক্টোবর, ২০২৪
সাইন্সল্যাবে সাত কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি সংগৃহীত

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সাইন্সল্যাবে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার পর ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের সড়ক অবরোধের ফলে আশপাশের এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে।


২০১৭ সালে ঢাকার ৭ কলেজকে যে লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় তা ৮ বছরেও তা অর্জিত হয়নি বলে দাবি শিক্ষার্থীদের। এছাড়া শিক্ষা মানের উন্নতির পরিবর্তে ঢাবি প্রশাসনের কাছে বৈষম্যম্যের শিকার হয়েছে বলেও অভিযোগ তাদের। তাই সাত কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।


আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যৌক্তিক দাবি নিয়ে তাদের এই আন্দোলন। তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কোনো উদ্যোগ না নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমরা এই কমিশন প্রত্যাখ্যান করেছি। আমরা চাই অতি দ্রুত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক। আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।


এর আগে, গত ২২ সেপ্টেম্বর ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাত কলেজের সমস্যার চিত্র তুলে ধরে শিক্ষার্থীরা। এরপর একই দাবি জানিয়ে ২৫ সেপ্টেম্বর শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ২৯ সেপ্টেম্বর ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। একই স্মারকলিপি কলেজগুলোর অধ্যক্ষদেরও দেওয়া হয়।


এরপর গত ২২ অক্টোবর সাত কলেজ শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলে। বিকেলে সায়েন্সল্যাব মোড়ে কর্মসূচি থেকে ৩ দফা দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে সেদিনের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে।