ঢাকা | বঙ্গাব্দ

যেভাবে ভিনিকে হারিয়ে ব্যালন ডি’অর জিতলেন রদ্রি

ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতে ফুটবল ইতিহাসের মহাতারকাদের সঙ্গে নিজের নাম খোদাই করেছেন।
  • | ২৯ অক্টোবর, ২০২৪
যেভাবে ভিনিকে হারিয়ে ব্যালন ডি’অর জিতলেন রদ্রি ব্যালন ডি’অর ট্রফি হাতে রদ্রি। ছবি : সংগৃহীত।

ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতে ফুটবল ইতিহাসের মহাতারকাদের সঙ্গে নিজের নাম খোদাই করেছেন। সোমবার প্যারিসে (২৮ অক্টোবর) অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্প্যানিশ তারকা রদ্রি ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পেদের হারিয়ে ২০২৪ সালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।


পূর্বে এই পুরস্কারটিতে আধিপত্য ছিল ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির, যারা বিগত ১৬ বছরের মধ্যে মোট ১৩ বার এই পুরস্কারটি জিতেছেন। তবে এই বছর তারা কেউই মনোনয়ন পাননি, যা দুই দশকের মধ্যে প্রথমবার ঘটেছে। এখন দেখে নেওয় যাক কীভাবে রদ্রি সবাইকে পেছনে ফেলে ব্যালন ডি’অর নিজের করে নিলেন।


রদ্রির ব্যালন ডি’অর জয়ে বড় ভূমিকা রেখেছে তার আন্তর্জাতিক সাফল্য। ২০২৪ সালে স্পেনকে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। জার্মানিতে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এই মিডফিল্ডার। অন্যদিকে, ভিনিসিয়ুসের ব্রাজিল কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে বিদায় নেওয়ায় তার জয়ের সম্ভাবনা কমে যায়।


রদ্রি ম্যানচেস্টার সিটির হয়ে গুরুত্বপূর্ণ গোল করার জন্য পরিচিত, ২০২৩ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের গোলটি তার উদাহরণ। ২০২৩/২৪ মৌসুমে ক্লাব পর্যায়ে ৫০ ম্যাচে ৯টি গোল করেন তিনি, যার একটি ছিল প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী গোল। এ ছাড়া গত মৌসুমে তার করা ১৪টি অ্যাসিস্টও ছিল উল্লেখযোগ্য। ভিনিসিয়ুসের চেয়ে তিনটি বেশি অ্যাসিস্ট করেছেন তিনি, যা রদ্রিকে মাঠে আরও বহুমুখী করে তুলেছে।


ব্যালন ডি’অরে সাধারণত ফরোয়ার্ডরা বেশি প্রাধান্য পেয়ে থাকেন, কিন্তু রদ্রির মতো ডিফেন্সিভ মিডফিল্ডারদের অবদানকে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে লুকা মডরিচের মতো মিডফিল্ডাররা এই পুরস্কারটি পেলেও ডিফেন্সিভ মিডফিল্ডাররা প্রায়ই উপেক্ষিত থাকেন। রদ্রির এই পুরস্কার জয় তার পজিশনের খেলোয়াড়দের জন্য একটি বড় উদাহরণ হিসেবে রয়ে যাবে।