ঢাকা | বঙ্গাব্দ

আরো ৩ জাহাজে ইয়েমেনের হামলা

আরব সাগরে ‘এসসি মনট্রিল’ জাহাজে দু’টি ড্রোন এবং ‘মায়েরস্ক কৌলুন’ জাহাজে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা হয়।
  • | ২৯ অক্টোবর, ২০২৪
আরো ৩ জাহাজে ইয়েমেনের হামলা আক্রান্ত জাহাজ

ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েল অভিমুখী আরো তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথি বলেছে, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর তারা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা লঙ্ঘন করায় জাহাজগুলোর ওপর হামলা চালানো হয়। খবর রয়টার্সের।


ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি সোমবার (২৮ অক্টোবর) টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে এ তথ্য ঘোষণা করেন। তিনি বলেন, আরব সাগরে ‘এসসি মনট্রিল’ নামক জাহাজে দু’টি ড্রোন ব্যবহার করে এবং একই সাগরে ‘মায়েরস্ক কৌলুন’ নামের জাহাজে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। 


এছাড়া, লোহিত সাগরে ‘মোতারো’ নামক জাহাজ লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে তিনি জানান। তবে এসব হামলার সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।


২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে শতাধিত হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এছাড়া, তারা ইসরায়েলের অভ্যন্তরেও বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার কোনো কোনোটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিভিন্ন ইসরায়েলি শহরে আঘাত হেনেছে।