বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পরাজিত অপশক্তি দেশে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। স্বৈরাচারের দোসররা যেন কোন ষড়যন্ত্রের জাল বিস্তার করতে না পারে সেজন্য সর্তক থাকতে পারে বাংলাদেশের পক্ষের শক্তি আজ ঐক্যবদ্ধ।
তিনি আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন।
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রতি বছর বিএনপির শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হতো গুলশান কার্যালয়ে। এবার সেই পরিস্থিতি বদলেছে, বিশাল জনসমাগম নিয়ে রাজধানীর লেডিস ক্লাবে আয়োজন হয় শুভেচ্ছা অনুষ্ঠানের। এতে অংশ নেন, পূজা উদযাপন কমিটি, ইসকনসহ সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের সময় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানান, পরাজিত শক্তির কোনো গুজব বা ষড়যন্ত্রে অংশ না নেয়ার। সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, নিশ্চিন্তে - নিরাপদে এটাই হওয়ার ছিল স্বাভাবিক।
রাষ্ট্রীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়া উচিত নয়। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করলে অর্জিত স্বাধীনতা বিফলে যেতে পারে। তিনি বলেন- চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিলে ভবিষ্যৎর জটিলতা এড়ানো সম্ভব। সংবিধান সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
মানুষের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।