ঢাকা | বঙ্গাব্দ

উত্তরায় যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আলতাফ আটক

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
  • | ৩০ অক্টোবর, ২০২৪
উত্তরায় যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আলতাফ আটক আলতাফ হোসেন। ছবি : সংগৃহীত।

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। এ সময় আলতাফের সঙ্গে থাকা কয়েকজন সহযোগীকেও আটক করা হয়েছে।


মঙ্গলবার মধ্যরাতে উত্তরা-৮ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


যৌথবাহিনী বলছে, আলতাফের নেতৃত্বেই লুট হয় উত্তরা পূর্ব থানার অস্ত্র। চাঁদাবাজি, অস্ত্র-মাদক ব্যবসা ও কিশোর গ্যাং পুষে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি।


জানা গেছে, তার আসল নাম আলতাফ হোসেন। তবে ঠোঁটকাটা আলতাফ নামেই সমধিক পরিচিত। মাদক ও অস্ত্র ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের মাধ্যমে রাজধানীর উত্তরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি। আত্মরক্ষার্থে তিনি বিশেষ প্রজাতির কুকুর সঙ্গে রাখতেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অনেকটা আড়ালেই ছিলেন আলতাফ। মঙ্গলবার উত্তরা ৮ নম্বর সেক্টরের বাইদ্যা বস্তি এলাকায় নিজ আস্তানায় ফেরেন তিনি। রাতে ডগ স্কোয়াডসহ বস্তিতে যৌথ অভিযানে নামে সেনাবাহিনী। আটক করা হয় আলতাফকে।


যৌথবাহিনী জানিয়েছে, আলতাফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান থাকবে এ অভিযান।