স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জন হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে বহু মানুষ। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এ কথা জানিয়েছে।
দেশটিতে টানা ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হওয়ায় বহু অঞ্চলজুড়ে বন্যার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফোন লাইন বিকলের পাশাপাশি বিদ্যুৎহীন হয়ে পড়েছে দুর্যোগ কবলিত এলাকার বহু জায়গা। বেশ কিছু জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক।
ভ্যালেন্সিয়া অঞ্চলে আকস্মিক বন্যার পর শুরু হয়েছে উদ্ধারকাজ। চূড়ান্তভাবে কতজনের মৃত্যু হয়েছে, এ পর্যায়ে সেই সংখ্যা জানানো ‘অসম্ভব’ বলে জানিয়েছে স্থানীয় কতৃপক্ষ। ড্রোন ব্যবহার করে বন্যাকবলিত এলাকায় নিখোঁজ বাসিন্দাদের সন্ধান করছেন জরুরি পরিষেবার কর্মীরা।
আঞ্চলিক প্রধান কার্লোস ম্যাজন সাংবাদিকদের জানান, ভ্যালেন্সিয়া অঞ্চলের কিছু অংশ বিদ্যুতহীন এবং সেখানে টেলিফোনের লাইনও বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া কিছু এলাকায় রাস্তা-ঘাট বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। ফলে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অনেক এলাকা। বন্যায় রেল ও বিমান পরিবহন সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়।
এই দুর্যোগে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্প্যানিশ পার্লামেন্ট বুধবার এক মিনিট নীরবতা পালন করেছে।