ঢাকা | বঙ্গাব্দ

টেন হাগের বিদায়ের পরেই বড় জয় ইউনাইটেডের, সিটির বিদায়

নতুন কোচের অধীনেই প্রথম ম্যাচে বড় জয় তুলে নিয়েছে রেড ডেভিলসরা।
  • | ৩১ অক্টোবর, ২০২৪
টেন হাগের বিদায়ের পরেই বড় জয় ইউনাইটেডের, সিটির বিদায় লেস্টার সিটিকে ৫-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এরিক টেন হাগের অধীনে রীতিমতো ধুঁকছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দলটি ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ১৪তম স্থানে নেমে যাওয়ার পর গত মঙ্গলবার এই ডাচ কোচকে বিদায় করে দেয় কর্তৃপক্ষ। অন্তর্বর্তী কোচ করা হয় সাবেক ইউনাইটেড ফুটবলার রুড ফন নিস্টলরয়কে। আর নতুন কোচের অধীনেই প্রথম ম্যাচে বড় জয় তুলে নিয়েছে রেড ডেভিলসরা।


গতকাল বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে কারাবাও কাপের রাউন্ড অব সিক্সটিনে লেস্টার সিটিকে ৫-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইউনাইটেডের বড় জয়ের দিনে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।


ওল্ড ট্রাফোর্ডে এদিন ২৮ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ১৫ মিনিটে গোলখাতা খোলেন কাসেমিরো। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেহান্দ্রো গারনাচো। ৩৩ মিনিটে বিলাল এল খাননুস একটি গোল শোধ দিলেও মাত্র তিন মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা।


ম্যাচের ৩৬ মিনিটে ব্রুনো ফের্নান্দেজ এবং ৩৯ মিনিটে কাসেমিরো করেন নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল। প্রথমার্ধের যোগ করা সময়ে অবশ্য আরও একটি গোল শোধ দেয় অতিথিরা। কোনর কোডির গোলে স্কোরলাইন হয় ৪-২। তবে ৫৯ মিনিটে ফের্নান্দেজ নিজের দ্বিতীয় গোল করলে বড় জয় নিশ্চিত হয় ইউনাইটেডের।


এদিকে, কারাবাও কাপের শেষ ষোল থেকেই বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। টটেনহাম হটস্পারের কাছে ২-১ গোলে আসর থেকে ছিটকে গেছে সিটিজেনরা। তবে প্রেস্টনকে ৩-০ গোলে হারিয়ে আর্সেনাল এবং ব্রাইটনকে ২-৩ গোলে হারিয়ে লিভারপুল ঠিকই পেয়ে গেছে কোয়ার্টার ফাইনালের টিকিট।