ঢাকা | বঙ্গাব্দ

স্পেনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৮

স্প্যানিশ আবহাওয়া সংস্থা এইমেটের তথ্যমতে ভ্যালেন্সিয়ার নিকটবর্তী চিভা শহরে মাত্র আট ঘণ্টায় এক বছরের সমান বৃষ্টিপাত হয়েছে।
  • | ০১ নভেম্বর, ২০২৪
স্পেনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৮ স্পেনের বন্যা।

স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দেড় শতাধিক ছাড়িয়েছে। ভারী বর্ষণে এখনও দেশটির পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া অঞ্চল বিপর্যস্ত অবস্থায় রয়েছে। উদ্ধারকারীরা জীবিতদের খুঁজে বের করতে কাজ করছেন। শুক্রবার (১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনে ভয়াবহ বন্যায় অন্তত ১৫৮ জন মারা গেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টােবর) ১২০০ জনেরও বেশি উদ্ধারকর্মী ড্রোনের সাহায্যে উদ্ধার অভিযানে অংশ নিলেও বৃষ্টির কারণে তারা ব্যর্থ হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে গিয়ে বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যতটা সম্ভব জীবন বাঁচানো। স্পেনের ভ্যালেন্সিয়াতেই অন্তত ১৫৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এছাড়া পশ্চিমের কাস্টিলা-লা মাঞ্চায় আরও দুইজন এবং আন্দালুসিয়ায় একজন ব্রিটিশ নাগরিক মারা গেছেন। 


স্প্যানিশ আবহাওয়া সংস্থা এইমেটের তথ্যমতে ভ্যালেন্সিয়ার নিকটবর্তী চিভা শহরে মাত্র আট ঘণ্টায় এক বছরের সমান বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ এবং পূর্বাঞ্চলের জন্য আরও বৃষ্টির সতর্কতা জারি করা হয়। পরে রাজা ফিলিপ ষষ্ঠ সতর্ক করে দিয়ে বলেন, জরুরি অবস্থা "এখনও শেষ হয়নি" এবং প্রধানমন্ত্রী সানচেজ নাগরিকদের যেখানে প্রয়োজন সেখানে আশ্রয় নিতে আহ্বান জানান।


এদিকে বন্যা কবলিত এলাকায়, শত শত লোক অস্থায়ী বাসস্থানে আশ্রয় নিচ্ছেন। পাশাপাশি রাস্তা পরিষ্কার এবং বাড়িঘর ও ব্যবসা পুনরুদ্ধারের জন্য কাজ শুরু করছেন। ভ্যালেন্সিয়ার সঙ্গে স্পেনের বাকি অংশের সংযোগকারী অনেক রাস্তা এবং রেল নেটওয়ার্ক এখনও বিচ্ছিন্ন রয়েছে। বন্যায় হতাহতদের জন্য স্পেনে বৃহস্পতিবার সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রেখে তিন দিনের জাতীয় শোক পালন শুরু হয়েছে।