ঢাকা | বঙ্গাব্দ

রিশাভ পান্তকে নিয়ে তিন ফ্র্যাঞ্চাইজির ত্রিমুখী লড়াই

আইপিএলের নিলামের আগে থেকেই রিশাভ পান্তকে পাওয়ার জন্য মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি।
  • | ০১ নভেম্বর, ২০২৪
রিশাভ পান্তকে নিয়ে তিন ফ্র্যাঞ্চাইজির ত্রিমুখী লড়াই রিশাভ পান্তকে পাওয়ার জন্য মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি।

আইপিএলের নিলামের আগে থেকেই রিশাভ পান্তকে পাওয়ার জন্য মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি। নিলামে উঠলে বেশি দাম পাবেন- এ কারণেই দিল্লি ক্যাপিটালসে থাকেননি পান্ত। এখন কলকাতা নাইট রাইডার্স তাকে অধিনায়ক হিসেবে পেতে চায়। অন্যদিকে টাকার থলে নিয়ে প্রস্তুত চেন্নাই সুপার কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

গতবারের অধিনায়ক শ্রেয়স আয়ারকে ছেড়ে দিয়েছে কলকাতা। ধরে রাখা ৬ জনের মাঝে কোনো উইকেটকিপার নেই। তাই নিলামে তারা এমন একজন উইকেটকিপার কাম অধিনায়ক চায়, যাকে দীর্ঘমেয়াদে রেখে দেওয়া যাবে। এক্ষেত্রে পান্তর চেয়ে সেরা পছন্দ আর কী হতে পারে? অন্যদিকে চেন্নাই সুপার কিংসের মহাতারকা মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করেছেন পান্ত। সেই সাক্ষাতপর্বে আরও ছিলেন দলটির সাবেক তারকা সুরেশ রায়না।

সেই আলোচনার প্রসঙ্গে রায়না স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘দিল্লিতে আমি যখন ধোনির সঙ্গে দেখা করেছিলাম, সেখানে পান্তও ছিল। কেউ একজন খুব তাড়াতাড়ি হলুদ জার্সি পরবে।’ রায়নার এই বক্তব্যের পর ভারতীয় গণমাধ্যম জোর দিয়ে বলছে যে, পান্তকে পেতে নিলামে মাঠে নামবে চেন্নাই। কারণ তারা ধোনির বিকল্প হিসেবে দীর্ঘমেয়াদে একজন উইকেটকিপার ব্যাটসম্যান চায়। এছাড়া রুতুরাজ গায়কোয়াড়ের জায়গায় পান্তকে অধিনায়ক করারও সম্ভাবনা আছে।

পান্তকে পাওয়ার লড়াইয়ে নাম আছে বিরাট কোহলির বেঙ্গালুরুর। তারা অধিনায়ক ফাফ ডুপ্লেসিসকে ছেড়ে দিয়েছে। আবারও বিরাট কোহলিকে অধিনায়ক করার গুঞ্জন উঠলেও বেঙ্গালুরু কর্তৃপক্ষ নিলামে অধিনায়ক খোঁজার ইঙ্গিত দিয়েছে। সেইসঙ্গে তাদের একজন উইকেটকিপারও প্রয়োজন। সব মিলিয়ে তাদের জন্য সেরা প্যাকেজ পান্ত। তবে লোকেশ রাহুলকে লখনৌ সুপার জায়ান্ট ছেড়ে দেওয়ায় তাকেও উইকেটকিপার হিসেবে নিতে পারে বেঙ্গালুরু।

এবার আসা যাক টাকার হিসেবে। নিলামে বেঙ্গালুরুর হাতে থাকবে ৮৩ কোটি রুপি। ফলে পান্তকে পেতে দাম বাড়াতে তাদের খুব একটা কষ্ট হবে না। কিন্তু টাকার লড়াইয়ে পিছিয়ে পড়তে পারে চেন্নাই এবং কলকাতা। ধোনির দলের হাতে আছে ৫৫ কোটি রুপি। কলকাতার হাতে ৫১ কোটি রুপি। সেখানে বেঙ্গালুরুর হাতে অনেকটাই বেশি অর্থ আছে। যদিও পাঞ্জাব কিংস ইতিমধ্যেই জানিয়েছে, পান্তকে দলে নিতে তারা ৩০ কোটি রুপি দিতেও রাজি। তাদের হাতে আছে ১১০ কোটি ৫০ লক্ষ রুপি।