ঢাকা | বঙ্গাব্দ

অন্ধকারে ছবি তোলা ড্রোন তৈরি করল ইরান

প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে ৪০ মিনিট পর্যন্ত আকাশে ওড়ার সক্ষমতা রয়েছে এই ড্রোনের।
  • | ০২ নভেম্বর, ২০২৪
অন্ধকারে ছবি তোলা ড্রোন তৈরি করল ইরান ইরানের ড্রোন।

ইরানের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান রাতের অন্ধকারে ছবি ও ভিডিও ধারণ করতে সক্ষম ড্রোন তৈরি করেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ঘাজাভি বলেছেন, নিরাপত্তাজনিত বিষয়টি বিবেচনায় নিয়ে আমদানিকৃত ড্রোনগুলোর ওপর নির্ভরতা থেকে সরে আসার জন্য একদল গবেষক কাজ করেছেন। তারা রাতের অন্ধকারে ছবি ও ভিডিও ধারণে সক্ষম ড্রোন তৈরি করেছেন। এই ড্রোন দিয়ে রাতেও লক্ষ্যবস্তুর ওপর নজর রাখা সম্ভব। খবর ইরনার।   


কোম্পানির প্রধান ঘাজাভি আরও বলেছেন, এসব ড্রোনে ইনফ্রারেড এবং থার্মাল ক্যামেরা বসানোর সব ব্যবস্থা রয়েছে এবং এসব ক্যামেরার সাহায্যে লক্ষ্যবস্তুকে ১৮০ গুণ পর্যন্ত বড় করে ছবি তোলা সম্ভব। এই প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে ৪০ মিনিট পর্যন্ত আকাশে ওড়ার সক্ষমতা রয়েছে এই ড্রোনের। পরবর্তীতে তা বাড়ানো সম্ভব। ড্রোনটি বাণিজ্যিকীকরণ পর্যায়ে রয়েছে বলে তিনি জানিয়েছেন।


ইরানি বিজ্ঞানীরা বাণিজ্যিক কাজে ড্রোনটি ব্যবহারের জন্য বিশেষ করে- চিত্রগ্রহণ, ম্যাপিং, কৃষি এবং কীটপতঙ্গ ও বীজ স্প্রেসহ বিভিন্ন অ্যাপ্লিকেশন যুক্ত করার কাজ করছেন। চাহিদা মেটাতে ইরান বিদেশ থেকে বাণিজ্যিকভাবে ড্রোন আমদানি করলেও পেজার বিস্ফোরণের পর তেহরান নিজেই ড্রোন তৈরির প্রকল্প হাতে নেয়।