ঢাকা | বঙ্গাব্দ

মে মাসে টিসিবির চিনি ও পেঁয়াজ বিক্রি বন্ধ

মে মাসে চিনি আর পেঁয়াজ বিক্রি করবে না টিসিবি। ফলে শুধু চাল-ডাল আর তেল কিনে সন্তুষ্ট থাকতে হবে টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের।
  • | ০৭ মে, ২০২৪
মে মাসে টিসিবির চিনি ও পেঁয়াজ বিক্রি বন্ধ ফাইল ছবি

মে মাসে চিনি আর পেঁয়াজ বিক্রি করবে না টিসিবি। ফলে শুধু চাল-ডাল আর তেল কিনে সন্তুষ্ট থাকতে হবে টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের।


মঙ্গলবার সকালে রাজধানীর বারিধারা পার্কের পাশে উত্তর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করে এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। 


তিনি জানান, চলতি মাসে টিসিবির ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা ১০০ টাকা দরে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন অথবা কুঁড়ার তেল, ৩০ টাকা দরে পাঁচ কেজি চাল এবং ১২০ টাকায় দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।


প্রতিমন্ত্রী আরো বলেন, জুলাই থেকে স্থায়ী দোকানের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সব পণ্য বিক্রি করা যায় কিনা তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করবেন। এসময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, এক কোটি মানুষকে পণ্য দেয়া মানে ১০ হাজার কোটি টাকার কর্মযজ্ঞ। বিদেশ থেকে সরাসরি পণ্য এনে বাণিজ্যিকভাবে বিক্রি করতে পারলে সরকারের ভর্তুকির পরিমাণ কমতো। 


স্থায়ী দোকানদার দের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম আশির দশকের শুরুতে টিসিবির মাধ্যমে একবার শুরু করেছিলো সরকার। তখন ব্যাপক দুর্নীতি আর লোকসান করে জনগণের টাকা ধ্বংসের পর প্রাইভেট সেক্টরে লাইসেন্স পারমিট দেয়া হয়।