ঢাকা | বঙ্গাব্দ

ভোট দিয়েছেন মোদি

যেসব সংবাদকর্মী এই ভোটদান কভার করেছেন, তাদেরও খোঁজ খবর নিয়েছেন নরেন্দ্র মোদি। সংবাদকর্মীদেরকে স্বাস্থ্যের দিকে নজর রাখতে এবং অধিক পরিমাণে পানি পানের পরামর্শও দিয়েচেন তিনি।
  • | ০৭ মে, ২০২৪
ভোট দিয়েছেন মোদি ভোটকেন্দ্র থেকে বের হয়ে আঙুলের দাগ দেখান মোদি

চলমান তৃতীয় দফার লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে গুজরাটের রাজধানী আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারে স্কুলে স্থাপিত ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সাড়ে ৭ টার কিছু পরে ভোটকেন্দ্রে উপস্থিত হন মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগে থেকেই সেখানে উপস্থিতি ছিলেন। তিনিই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় দুই নেতার আশে পাশে জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ। নরেন্দ্র মোদির আগমন উপলক্ষ্যে তারাও দলীয় স্লোগান ধরেন।

ভোট দিতে যাওয়ার পথে বিজেপির এক সমর্থক মোদির একটি পোর্ট্রেট তার সামনে হাজির করে অটোগ্রাফ চাইলে তার সেই চাওয়া পূরণ করেন ভারতের প্রধানমন্ত্রী। পোর্ট্রেটে নিজের অটোগ্রাফ দেন তিনি।

ভোট দিয়ে বুথ থেকে বেরোনোর পর সমবেত জনতার উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘দেশের ভবিষ্যৎ কেমন হবে, কারা নিয়ন্ত্রণ করবে এই দেশ— তা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের ওপর। তাই আসুন, ভোট দিন। এখনও চার ধাপ ভোট বাকি আছে।’

মোদি বলেন, ‘দেশবাসীকে আর্জি করব গণতন্ত্রে ভোটদান সামান্য বিষয় নয়। দানের একটা মাহাত্ম্য রয়েছে। সবচেয়ে বেশি ভোট দিন। এই জায়গায় আমি প্রতিবার ভোট দেই। গতকাল রাতেই অন্ধ্রপ্রদেশ থেকে এখানে এসেছি।’

যেসব সংবাদকর্মী এই ভোটদান কভার করেছেন, তাদেরও খোঁজ খবর নিয়েছেন নরেন্দ্র মোদি। সংবাদকর্মীদেরকে স্বাস্থ্যের দিকে নজর রাখতে এবং অধিক পরিমাণে পানি পানের পরামর্শও দিয়েচেন তিনি।

এর আগে ভোট দিতে কেন্দ্রটিতে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী। সেই বুথেই ভোট দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাদের দেখতে রাস্তার দুই পাশে উৎসাহী জনতা ভিড় করেন।

এর আগে এক্সে (আগে যার নাম ছিল টুইটার) পোস্ট করে মোদি তৃতীয় দফার নির্বাচনে ভোটারদের রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আবেদন জানান। তিনি লিখেন, ‘আজকের এই পর্বের নির্বাচনে যারা ভোট দিচ্ছেন, তাদের সকলের কাছে রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের আর্জি জানাচ্ছি। তাদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই নির্বাচনকে আরও বেশি প্রাণবন্ত করে তুলবে।’ বাংলাসহ সাত ভাষায় পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৭ মে) সকাল ৭টা থেকে তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই দফায় ভারতের ১০টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে নির্বাচন হচ্ছে।

ভারতে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের তৃতীয় পর্যায় শুরু হয়েছে আজ মঙ্গলবার। এই দিন দেশটির ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে ভোটগ্রহণ চলছে।

সূত্র : এনডিটিভি