লা লিগায় রোববার (৩ নভেম্বর) টেবিলের নিচের দিকে থাকা এসপানিওলের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। বার্সার হয়ে জোড়া গোলে করেছেন দানি ওলমো। বাকি গোলটি এসেছে রাফিনিয়ার পা থেকে। এসপানিওলের হয়ে গোল করেছেন জাভি পুয়াডো।
হান্সি ফ্লিকের 'হাইলাইন' ডিফেন্সের ফাঁদে ধরা পড়ছে সকল দল। গত সপ্তাহে এই কৌশলে রিয়াল মাদ্রিদকে বিপদে ফেলেছিল তারা। এবার এসপানিওলকেও একই ফাঁদে ফেলল লিগ লিডাররা। ম্যাচে দুইবার জালের দেখা পেয়েও অফসাইডের জন্য বাতিল হয়ে যায় এসপানিওলের গোল।
পুরো ম্যাচেই দারুণ ফুটবল উপহার দেয় বার্সেলোনা। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় তারা। যার দুইটি আসে দানি ওলমোর পা থেকে। ১২তম মিনিটে ইয়ামালের অ্যাসিস্ট থেকে গোল করেন ওলমো।
২৩তম মিনিটে বার্সাকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা রাফিনিয়া। আর ৩১ মিনিটে আবারও বল জালে পাঠান ওলমো।
দ্বিতীয়ার্ধে অবশ্য আর জালের দেখা পায়নি বার্সা। উল্টো এক গোল হজম করে লিগ লিডাররা। ৬৩তম মিনিটে এসপানিওলের হয়ে গোল করেন জাভি পুয়াডো।
লিগে টানা চতুর্থ জয় এটি বার্সার। ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল।