টানা ১৩ মাস ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নৃশংস এই হামলার কারণে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। অন্যদিকে আর একদিন পরই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে প্রেসিডেন্ট নির্বাচন।
এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ এই ভোটে এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে গাজায় চলমান যুদ্ধের বিষয়টি। আর এরই অংশ হিসেবে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে তিনি তার ক্ষমতার সব কিছু করবেন। সোমবার (৪ নভেম্বর) এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ।
সংবাদমাধ্যমটি বলছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কমলা হ্যারিস স্থানীয় সময় রোববার রাতে ইস্ট ল্যান্সিংয়ের মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সমাবেশে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, গাজা যুদ্ধের অবসান ঘটাতে আমার ক্ষমতার সব কিছু করব।
যুক্তরাষ্ট্রের এই মিশিগানেই সবচেয়ে বেশি সংখ্যক আরব-আমেরিকান নাগরিক বাস করেন এবং সেটা মাথায় রেখেই কমলা এই বক্তব্য দেন। এর আগে গত সপ্তাহে ওয়াশিংটন, ডিসিতে দেওয়া বক্তৃতায় কমলা হ্যারিস কঠোর সতর্কবার্তা দেন এবং ডোনাল্ড ট্রাম্প বিজয় হলে কী হবে তা বলেছেন। পরে তিনি তার এজেন্ডা এবং আরও সহযোগিতামূলক, দ্বিপক্ষীয় ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দেন।
তবে রোববার রাতে মিশিগান স্টেট ইউনিভার্সিটির ছাত্রদের সঙ্গে জনাকীর্ণ একটি ফিল্ডহাউসে কথা বলার সময় কমলা উচ্ছ্বসিত হয়ে কথা বলেন। তিনি বলেন, আমাদের ভবিষ্যত উজ্জ্বল। আমি এটি সম্পর্কে খুব আশাবাদী।
অবশ্য ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সবচেয়ে বড় আরব-সংখ্যাগরিষ্ঠ শহর ডিয়ারবোর্নে প্রচারণা চালান। সেখানে তিনি কিছু ক্ষোভকে পুঁজি করে কথা বলেন এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের বিষয়ে ডেমোক্র্যাটদের দায়ী করার পাশাপাশি ইসরায়েলের জন্য আর্থিক সহায়তা নিয়েও কথা বলেন।