ঢাকা | বঙ্গাব্দ

যে তিন তারকার ওপর নজর রিয়াল মাদ্রিদের

দানি কারভাহাল ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ।
  • | ০৪ নভেম্বর, ২০২৪
যে তিন তারকার ওপর নজর রিয়াল মাদ্রিদের আরনল্ড, পেদ্রো ও ফ্রিমপং।

দানি কারভাহাল ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোতে চরম লজ্জা পেতে হয়েছে তাদের। ৪-০ গোলে হারের ওই একটি ধাক্কাই নতুন প্লেয়ার কিনতে সামনে ঠেলে দিয়েছে স্প্যানিশ ক্লাবটিকে।


দানি কারভাহালের অবর্তমানে লিভারপুল রাইটব্যাক আলেকজান্ডার আরনল্ডকে দলে ভেড়াতে চায় রিয়াল মাদ্রিদ। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের।


ইয়ুর্গেন ক্লপ যুগে আরনল্ড লিভারপুলের অন্যতম সেরা পারফরমার ছিলেন, আর্না স্লটের যমানায়ও তা-ই। ডাচ কোচ তো বলেছেনই, মনে হয় আপনারা আমাদের প্লেয়ারদের অবমূল্যায়ন করেন। দৈনন্দিন ভিত্তিতে বড় বড় ক্লাবগুলো চাইবে, ওদের চুক্তি থাকুক বা না থাকুক।’


সে কারণে এই রাইটব্যাককে পাওয়া রিয়াল মাদ্রিদের জন্য কষ্টসাধ্য ব্যাপার। অধিকন্তু ক্লাবের সঙ্গে আরনল্ডের চুক্তি আগামী গ্রীষ্ম পর্যন্ত। ফলে আগামী জানুয়ারিতেই ইংলিশ ফুটবলারের সঙ্গে দরকষাকষি করতে পারবে রিয়াল মাদ্রিদ। ইংলিশ ডিফেন্ডারকে পরিকল্পনা ভেস্তে গেলে বিকল্প ভেবে রেখেছে মাদ্রিদের ক্লাবটি।


রিয়াল মাদ্রিদের পরের টার্গেট টটেনহ্যামের পেদ্রো পোরো। গত বছর নর্থ লন্ডনের ক্লাবটিতে পা রাখার পর মনযোগ কাড়ছেন এই স্প্যানিশ, জাতীয় দলের হয়েও গত আন্তর্জাতিক বিরতিতে ২টি ম্যাচ খেলেছেন।


পেদ্রোর ক্ষেত্রে সফল না হলে রিয়াল হাত বাড়াবে বেয়ার লেভারকুসেনের জেরেমি ফ্রিমপং পানে। জাবি আলোনসার অধীনে গত মৌসুমে দারুণ খেলেছেন তিনি, ক্লাব ১২০ বছরের ইতিহাসে প্রথম বার জিতে লিগ শিরোপা।