ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্প প্রেসিডেন্ট হলে বাংলাদেশের ওপর কী প্রভাব পড়বে?

ভোটের পাঁচ দিন আগে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
  • | ০৫ নভেম্বর, ২০২৪
ট্রাম্প প্রেসিডেন্ট হলে বাংলাদেশের ওপর কী প্রভাব পড়বে? ছবি : সংগৃহীত।

ভোটের পাঁচ দিন আগে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ তিনি বাংলাদেশের পরিস্থিতিকে ‘চরম বিশৃঙ্খল’ বলে মন্তব্য করেন এবং বলেন, তার প্রশাসনে এমন ঘটনা ঘটতো না। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন, যা থেকে বোঝা যায়, তিনি দক্ষিণ এশিয়ায় ভারতের ভূমিকা ও সম্পর্ককে গুরুত্ব দিচ্ছেন।


ট্রাম্পের এই মন্তব্য বিশেষভাবে হিন্দু আমেরিকান ভোটারদের লক্ষ্য করে করা হতে পারে, কারণ বিশ্লেষকরা এটিকে নির্বাচনী কৌশল হিসেবে দেখছেন, যাতে তিনি আমেরিকায় বসবাসকারী ভারতীয় আমেরিকানদের সমর্থন পেতে পারেন, বিশেষত নির্বাচনী ‘সুইং স্টেট’গুলোতে।


উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, ট্রাম্পের এই মন্তব্য নির্বাচনী উদ্দেশ্যে হলেও, এর মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য কিছু চ্যালেঞ্জের ইঙ্গিতও পাওয়া যায়। কুগেলম্যান মনে করেন, ট্রাম্প নির্বাচনে জয়ী হলে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে কিছু পরিবর্তন বা সমস্যা দেখা দিতে পারে, বিশেষত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ট্রাম্পের এ ধরনের মন্তব্য ভালোভাবে গ্রহণ নাও করতে পারে, যেহেতু বর্তমান সরকার ইতোমধ্যে ট্রাম্পের নীতির সমালোচনা করেছে। তিনি এটিকে ‘ঘুম-ভাঙানিয়া বার্তা’ হিসেবে উল্লেখ করেন, যা বাংলাদেশ সরকারকে প্রস্তুত থাকতে বলে।


অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে, মার্কিন নীতি বাংলাদেশ সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রে আগের মতোই থাকতে পারে। তবে, কুগেলম্যান মনে করেন, কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের নীতি প্রণয়নে বেশি সক্রিয় ছিলেন না, এবং তার পররাষ্ট্রনীতি বাইডেন প্রশাসনের আদলে চলতে পারে। 


আটলান্টিক কাউন্সিলের রুদাবেহ শহীদও ট্রাম্পের মন্তব্যের পেছনে নির্বাচনী কৌশল দেখছেন। তিনি বলেন, ট্রাম্প ভারতীয় আমেরিকানদের ভোটবাক্স সুসংহত করতে বাংলাদেশে সংখ্যালঘুদের দুর্দশা নিয়ে কথা বলেছেন, কারণ ভারতীয় আমেরিকানরা বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান নিয়ে বেশি উদ্বিগ্ন, আর তারা হিন্দু ধর্মাবলম্বী হওয়ায়, ভারতের পরিস্থিতির সঙ্গে যুক্ত থেকেও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বেশি সোচ্চার। তার মতে, ট্রাম্পের এই বক্তব্য সম্ভবত নির্বাচনী ‘সুইং স্টেট’গুলোতে বসবাসকারী ভারতীয় আমেরিকানদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা।