একবিংশ শতাব্দীর শুরুর দিকে বেশ জনপ্রিয় একটি সিরিজ ছিল ‘আফ্রো-এশিয়া কাপ।’ এশিয়া ও আফ্রিকার ক্রিকেটাররা দুদলে ভাগ হয়ে তিন ম্যাচের এই সিরিজে অংশ নিতেন। ২০০৫ ও ২০০৭ সালে দুবার অনুষ্ঠিত সিরিজটি পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। ২০০৯ সালে তৃতীয়বার আয়োজিত হওয়ার কথা থাকলেও, সেটি আর হয়নি।
প্রায় দেড় যুগ (১৭ বছর) পর আবারও আলাপ উঠেছে আফ্রো-এশিয়া কাপ নিয়ে। আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসিএ) সর্বশেষ বার্ষিক সভায় তোলা হয়েছে সিরিজটির কথা। এজন্য গঠন করা হয়েছে ছয়জনের একটি অন্তর্বর্তী কমিটিও। এমন খবরই আজ মঙ্গলবার (৫ নভেম্বর) জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
আসর পুনরায় শুরু হওয়ার বিষয়ে এসিএর বর্তমান সভাপতি তাভেঙ্গা মুকুলানি বলেন, ‘আফ্রিকার ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সঙ্গে আমরা আলোচনা করেছি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সঙ্গেও এই বিষয়ে কথা বলছি। সবাই চায় আফ্রো-এশিয়া কাপ আবার চালু হোক।’
২০০৫ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম আফ্রো এশিয়া কাপ ১-১ সমতায় শেষ হয়েছিল। তিন ম্যাচ সিরিজের শেষটি বৃষ্টির কারণে পণ্ড হয়। ২০০৭ সালে দ্বিতীয় ও শেষ সিরিজটি অনুষ্ঠিত হয় ভারতে, যেখানে এশিয়া একাদশ জয় লাভ করে তিন ম্যাচের সবকটিতে।