যুক্তরাষ্ট্রের সুইং স্টেট খ্যাত মিশিগান অঙ্গরাজ্যের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এখন পর্যন্ত রাজ্যটিতে ৮ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে অঙ্গরাজ্যটিতে ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন কমলা। রাজ্যটিতে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ১৫টি। বুধবার (৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, ২০২০ সালে মিশিগানে জিতেন ডেমোক্রেটিক নেতা প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এক লাখ ভোট পান। ২০২৬ সালে এই রাজ্যেটিতে ট্রাম্প পান মাত্র ১০ হাজার ভোট।
এবারের নির্বাচনে সাতটি সুইং স্টেটে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এসব সুইং স্টেটের মধ্যে উইসকনসিনে ১০টি, পেনসেলভিনিয়ায় ১৯টি, আরিজোনায় ১১টি, জর্জিয়ায় ১৬টি, মিশিগানে ১৫টি, নেভাদায় ৬টি এবং নর্থ ক্যারেলিনায় ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ওয়াশিংটন ডিসির ইলেকটোরাল কলেজ ভোট তিনটি।