যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন-এফবিআই। এসব হুমকির বেশিরভাগই রুশ ই-মেইল ডোমেইন থেকে পাঠানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। তবে রাশিয়ার ওয়াশিংটনস্থ দূতাবাস এ ধরনের অভিযোগকে ‘দুরভিসন্ধিমূলক অপবাদ’ বলে দাবি করেছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) নির্বাচন চলাকালীন জর্জিয়া, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন এবং পেনসিলভানিয়ার নির্বাচনী কেন্দ্রগুলোতে বোমা হামলার এই হুমকি দেওয়া হয়। তবে এসব হুমকি ‘ভুয়া’ বলে জানিয়েছে এফবিআই। নির্বাচনের স্বচ্ছতা এবং নিরাপত্তাকে নিজেদের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, বোমা হামলার হুমকির জেরে জর্জিয়ার ফালটন কাউন্টির দুটি কেন্দ্রে সাময়িকভাবে নির্বাচন বন্ধ রাখতে হয়। এ কারণে কাউন্টির কর্মকর্তারা আদালতের কাছে নির্ধারিত সময়সীমার পরও ভোটগ্রহণ চালিয়ে যাওয়ার অনুমতি চেয়েছেন।
এদিন উইসকনসিনের ম্যাডিসনেও বোমা হামলার হুমকি দেওয়া হয়। তবে তার জন্য ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। একই পরিস্থিতি দেখা গেছে মিশিগানে। অ্যারিজোনার নাভাহো কাউন্টিতেও বেশ কয়েকটি ভোটকেন্দ্রে বোমা হামলার ভুয়া হুমকি পাঠানো হয়। এর ফলে ভোটগ্রহণ সাময়িকভাবে বিঘ্নিত হয়।
যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। চরম উত্তেজনার এই নির্বাচনের ফলাফল পেতে দেরি হওয়ার কথা আগে ভাগেই জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এ নিয়ে মার্কিন নাগরিকদের পাশাপাশি উদ্বিগ্ন পুরো বিশ্ব।