ঢাকা | বঙ্গাব্দ

ব্যবধান কমাচ্ছেন কমলা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

ডোনাল্ড ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৩০টি । অপরদিকে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১০ ভোট।
  • | ০৬ নভেম্বর, ২০২৪
ব্যবধান কমাচ্ছেন কমলা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস কমলা হ্যারিস-ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শুরুর দিকে বেশ এগিয়ে থাকলেও এখন ব্যবধান অনেকটা কমিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে মার্কিন নির্বাচনে। সিএনএন এর তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৩০টি । অপরদিকে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১০ ভোট। 


আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের তুলনায় এখনও ২০টি ইলেকটোরাল কলেজ ভোট পেছনে রয়েছেন কমলা। তবে গত এক ঘন্টায় যেভাবে ব্যবধান কমিয়েছেন কমলা তাতে পরিস্থিতি এখনও ঘুরে যেতে পারে। কারণ, এখন পর্যন্ত বাকি আছে ৯৯টি ইলেকটোরাল কলেজ ভোট। কমলা যদি সেখান থেকে আরও ৬০টি ইলেকটোরাল কলেজ ভোটের এগিয়ে যান, তাহলে তিনি নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাবেন।


অন্যদিকে ট্রাম্পের জন্য এই প্রতিযোগিতা অনেকটাই সহজ বলে মনে হচ্ছে। তিনি ২৩০টি ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে এগিয়ে আছেন। তার জয়ের জন্য আর মাত্র প্রয়োজন ৪০টি ইলেকটোরাল কলেজ ভোট। এখন পর্যন্ত পুরো ফল পাওয়া যায়নি। ফলে কি হয় ভোটের ফল তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা কঠিন।


কমলা হ্যারিস-ডোনাল্ড ট্রাম্প ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির জিল স্টেইন, লিবারটারিয়ান পার্টির চেইস অলিভার, স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ. কেনেডি জুনিয়র ও করনেল ওয়েস্ট (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বিতা করছেন।