ঢাকা | বঙ্গাব্দ

দিয়াজের হ্যাটট্রিকে লিভারপুলের জয়

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার রাতে বড় ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল।
  • | ০৬ নভেম্বর, ২০২৪
দিয়াজের হ্যাটট্রিকে লিভারপুলের জয় নিজের তৃতীয় গোল করার পর লুইস দিয়াজের উদযাপন।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার রাতে বড় ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। ঘরের মাঠে লুইস দিয়াজের হ্যাটট্রিকে বায়ার লেভারকুসেনকে ৪-০ গোলে হারিয়েছে অলরেডরা। টানা চার জয়ে চ্যাম্পিয়ন্স লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা।


লেভারকুসেনের কোচ জাবি অ্যালোনসোর অ্যানফিল্ডে ফেরার রাতটা তাই সুখকর হলো না। এক সময় লিভারপুলের অন্যতম সেরা তারকা ছিলেন অ্যালোনসো। অথচ এদিন তিনি এসেছিলেন লেভারকুসেনের কোচ হয়ে। 


দুই দলের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য। দ্বিতীয়ার্ধেও লিভারপুলের একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যস্ত ছিল লেভারকুসেন। ম্যাচের ৬১ মিনিটে ভাঙে ডেডলক। কার্টিস জোন্সের দুর্দান্ত এক থ্রু পাস ধরে গোল করেন লুইস দিয়াজ। 


৬৩তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। সালাহর নিখুঁত ক্রসে দূরের পোস্টে ডাইভিং হেডে ঠিকানা খুঁজে নেন হাকপো। শুরুতে অফসাইডের ইশারা দেন লাইন্সম্যান। তবে ভিএআরের সাহায্য নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি। 

 

পাঁচ মিনিট পর ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ভিক্টর বোনিফেইস। কর্নারের পর আলেক্স গ্রিমাল্দোর ক্রসে খুব কাছে থেকেও হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ৭২তম মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট ঠেকিয়ে দেন লেভারকুসেন গোলরক্ষক। 

 

৮৩তম মিনিটে স্কোর লাইন ৩-০ করেন দিয়াজ। সালাহর ক্রস দূরের পোস্টে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন তিনি। 

 

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন দিয়াজ। দারউইন নুনেসের শট একজন রুখে দিলে পেয়ে যান কলম্বিয়ান এই ফরোয়ার্ড। পরে অনায়েসেই গোল করেন দিয়াজ।