মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের খুব কাছাকাছি আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) দুপুর সোয়া একটা পর্যন্ত তিনি পেয়েছেন ২৬৭ ইলেকটোরাল ভোট। দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হতে আর মাত্র তিনটি ভোট দরকার তার। যেসব রাজ্যের ফলাফল বাকি আছেও সেগুলোর বেশ কয়েকটিতে এগিয়ে আছেন তিনি। ফলে ট্রাম্পই যে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন তা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৬৭ ইলেকটোরাল ভোট পেয়ে হোয়াইট হাউজ দখলের দ্বারপ্রান্তে আছেন। অন্যদিকে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১৪ ইলেকটোরাল ভোট। খবর সিএনএনের। এছাড়া দোদুল্যমান বাকি অঙ্গরাজ্যগুলোতেও এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী।
এদিকে নিউইয়র্ক টাইমসের পূর্বাভাসে বলা হয়েছে, ট্রাম্প ৩১২টি ইলেকটোরাল কলেজ ভোট এবং কমলা ২২৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে পারেন। প্রেসিডেন্ট নির্বাচন করতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে দেশটির ৫০টি অঙ্গরাজ্যে।