নির্বাচনে পরাজয়ের পর প্রথমবারের মতো জনসম্মুখে আসছেন কমলা হ্যারিস, এবং তিনি তার সমর্থকদের নির্বাচনের ফল মেনে নিতে অনুরোধ করবেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে জানা গেছে, বৃহস্পতিবার একটি বক্তৃতা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা।
বক্তৃতায় তিনি সমর্থকদের কাছ থেকে নির্বাচনের ফলের প্রতি সম্মান প্রদর্শন করার আহ্বান জানাবেন, এবং আগামী দিনে রিপাবলিকান পার্টির সঙ্গে মিলিত হয়ে একসঙ্গে কাজ করারও অনুরোধ করবেন। পাশাপাশি, ফলাফল নিশ্চিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন তার সহযোগীরা, যদিও এখনো তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
মার্কিন নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী, সাধারণত পরাজিত প্রার্থী পরবর্তীতে নিজের সমর্থকদের সামনে এসে পরাজয় মেনে নিয়ে বক্তব্য দেন। সিএনএন আরও জানায়, এই সময়ের মধ্যে কমলা তার বক্তৃতার খসড়া প্রস্তুত করছেন, যা তিনি নিজের লেখক ও উপদেষ্টাদের সহযোগিতায় তৈরি করছেন।
বুধবারই হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে কমলার ভাষণ দেওয়ার কথা ছিল। সেখানে সমর্থকরা খুবই সক্রিয় ছিলেন। নির্বাচনের ফলাফল ঘোষণার আগে তিনি নিজেই ঘোষণা করে, এখানেই তার জয়ের ঘোষণা দেওয়া হবে। তবে ফলাফল আসতে শুরু করলে, সমর্থকদের উপস্থিতি ধীরে ধীরে কমতে থাকে, আর ক্যাম্পাসে জমায়েত হওয়া হাজারো মানুষের সংখ্যা হ্রাস পায়। পরবর্তীতে জানানো হয় কমলা আসবেন না। তিনি বৃহস্পতিবার একটি ভাষণ দেবেন তবে সেটি কোথায় হবে তা জানানো হয়নি।
কমলার এই বক্তৃতা রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হতে চলেছে, যেখানে তিনি একদিকে ফল মেনে নেওয়ার আহ্বান জানাবেন, অন্যদিকে দেশের রাজনৈতিক বিভাজন কমাতে একত্রিত হওয়ার কথা বলবেন।