গেল মাসে সাম্প্রতিক বেশ কয়েকটি ইস্যুতে যখন সামালোচিত হচ্ছেন পরিচালক রায়হান রাফী, ঠিক তখনই কলকাতার গণমাধ্যমে নতুন সিনেমার ঘোষণা দেন। সিনেমা নাম ‘লায়ন’, নায়ক পশ্চিমবঙ্গের তারকা অভিনেতা জিৎ। পরদিন দেশের গণমাধ্যমে জানান, এই সিনেমায় থাকছেন ঢাকার শরিফুল রাজও। অ্যাকশন বেইজ এই সিনেমা শুটিং শুরু হচ্ছে ডিসেম্বরে। চলছে সেই প্রস্তুতি।
তবে একটি সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসে তো নয়ই, আপাতত ‘লায়ন’ সিনেমা শুটিং ফ্লোরে যাচ্ছে না। বাজেট জটিলতায় আটকে গেছে সিনেমাটি।
তবে এ প্রসঙ্গে রায়হান রাফীর ভাষ্য, ‘লায়ন’ সিনেমাটি হচ্ছে। তবে আমরা একটু সময় নিয়ে কাজটি করছি। বেশ বড় পরিষরে কাজটি করছি সেকারণে সময় লাগছে। ২০২৫ সালেই মুক্তি পাবে এই সিনেমা।
২০২৫ সালের রোজার ঈদে যে ‘লায়ন’ মুক্তি পাচ্ছে না সেটা নিশ্চিত। রাফির এক ঘনিষ্ট সূত্রের খবর, রোজার ঈদের জন্য এরইমধ্যে নতুন একটি সিনেমার প্রস্তুতি শুরু করেছেন পরিচালক।
‘লায়ন’ যৌথ প্রযোজনায় নির্মিত হওয়ার কথা ছিল। ভারতের স্যাডো ফিল্মসের সঙ্গে বাংলাদেশের আরও দুই প্রোডাকশন হাউজের কাজ করার কথা ছিল।