অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আরও তিন ব্যক্তিত্ব। উপদেষ্টা পরিষদে নতুন করে তিনজন যুক্ত হওয়ায় পুনর্বণ্টন করা হয়েছে কিছু মন্ত্রণালয়। এর মধ্যে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
আজ রোববার (১০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় পুনর্বণ্টন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সরিয়ে আসিফ মাহমুদকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন হাসান আরিফ। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে যাচ্ছেন আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদ ছাড়াও মন্ত্রণালয় পুনর্বণ্টন হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের। আগের নৌ-পরিবহনের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। তার অধীনে থাকা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দীনকে, যিনি একই সঙ্গে পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বও।