ঢাকা | বঙ্গাব্দ

সোসিয়েদাদের কাছে হারল বার্সেলোনা

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত জয়ের পর হারের তেতো স্বাদ পেল বার্সেলোনা।
  • | ১১ নভেম্বর, ২০২৪
সোসিয়েদাদের কাছে হারল বার্সেলোনা সংগৃহীত

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত জয়ের পর হারের তেতো স্বাদ পেল বার্সেলোনা। লা লিগার ম্যাচে তারা হেরে গেল শক্তিতে অনেক পিছিয়ে থাকা রিয়াল সোসিয়েদাদের কাছে। রবিবার রাতে ১-০ গোলের এই পরাজয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হারাল হ্যান্সি ফ্লিকের দল।


সান সেবাস্তিয়ানে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে একমাত্র গোলটি করেন শেরালদো বেকার। ৩৩তম মিনিটে সতীর্থের হেড পাসে বল পেয়ে বক্সে ঢুকে বার্সাকে হতাশায় ডোবান ২৯ বছর বয়সী ফরোয়ার্ড। চলতি মৌসুমে লা লিগায় দ্বিতীয় এবং সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার এটি তৃতীয় হার। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে প্রথম ১৬ ম্যাচে ৫৫ গোল করা দলটি মৌসুমে এই প্রথম কোনো ম্যাচে জালের দেখা পেল না।


অবশ্য শুরুতে সোসিয়েদাদের জালে রবার্ট লেভানদোভস্কি বল পাঠালেও অফসাইডের কারণে গোল হয়নি। বিস্ময়করভাবে পুরো ম্যাচে গোলের জন্য বার্সেলোনার ১১ শটের একটিও লক্ষ্যে ছিল না! আর সোসিয়েদাদের ১৪ শটের ৬টি ছিল লক্ষ্যে। এই ম্যাচে খেলেননি লামিনে ইয়ামাল। গত বুধবার রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ডান অ্যাঙ্কেলে চোট পাওয়ায় এখনও অস্বস্তি আছে এই স্প্যানিশ উইঙ্গারের।


১৩ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর এই জয় দিয়ে বার্সেলোনার সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠেছে রিয়াল সোসিয়েদাদ।