ঢাকা | বঙ্গাব্দ

শিশুদের আসক্তি, জাকারবার্গের দায়মুক্তি

বিচারকের মতে, জাকারবার্গ ঠিক কী ভুল করেছেন, তা প্রমাণ করার জন্য যথেষ্ট বিস্তারিত তথ্য নেই।
  • | ১১ নভেম্বর, ২০২৪
শিশুদের আসক্তি, জাকারবার্গের দায়মুক্তি মার্ক জাকারবার্গ

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের আসক্তি নিয়ে দায়ের করা ২৫টি মামলার জন্য মেটা’র প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ব্যক্তিগতভাবে দায়ী নন বলে জানিয়েছেন এক ফেডারেল বিচারক। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ইউএস ডিস্ট্রিক্ট বিচারক ইভন গনজালেস রজার্স বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাকারবার্গের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। বিচারক ইভন গনজালেস রজার্স জানান, মার্ক জাকারবার্গের বিরুদ্ধে অভিযোগগুলো সঠিক নয়। ওইসব অভিযোগে দাবি করা হয়, শিশুদের থেকে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করার মানসিক স্বাস্থ্যসংক্রান্ত গুরুতর ঝুঁকি লুকানোর জন্য মার্ক জাকারবার্গ ব্যক্তিগতভাবে মেটাকে নির্দেশ দেন। খবর বার্তাসংস্থা রয়টার্সের। 


বিচারক সব দাবি প্রত্যাখ্যান করেছেন। কারণ জাকারবার্গকে এ কাজের জন্য ব্যক্তিগতভাবে দায়ী করার পর্যাপ্ত প্রমাণ নেই। মামলার বাদীরা মেটার সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের ঝুঁকিগুলো আড়াল করার কথিত প্রচেষ্টার পেছনে ‘পথনির্দেশক’ হিসাবে উল্লেখ করেছেন। তাদের দাবি, জাকারবার্গ কোম্পানির ভেতর থেকে বার বার পাওয়া সতর্কতা উপেক্ষা করেছেন ও জনসমুক্ষে ঝুঁকিগুলো তেমন গুরুতর হিসাবে দেখাননি। তবে বিচারকের মতে, জাকারবার্গ ঠিক কী ভুল করেছেন, তা প্রমাণ করার জন্য যথেষ্ট বিস্তারিত তথ্য নেই। 


যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্যের আইনের ভিত্তিতে মামলাগুলো দায়ের করা হয়েছে। এগুলো হলো-অ্যারিজোনা, কলোরাডো, কানেকটিকাট, জর্জিয়া, মেরিল্যান্ড, নিউইয়র্ক, নর্থ ক্যারোলাইনা, ওহিও, পেনসিলভানিয়া, দক্ষিণ ক্যারোলাইনা, টেক্সাস, ভার্জিনিয়া ও উইসকনসিন। মামলার বাদীদের প্রতিনিধিত্ব করছেন মোটলি রাইস ল ফার্মের অংশীদার প্রেভিন ওয়ারেন। তিনি জানিয়েছেন, তার মক্কেলরা প্রমাণ সংগ্রহ চালিয়ে যাবে। তাদের লক্ষ্য, কীভাবে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের মুনাফার জন্য শিশুদের নিরাপত্তাকে অগ্রাহ্য করেছে, তা খুঁজে বের করা।