ঢাকা | বঙ্গাব্দ

ট্রুডোর বিদায় ঘণ্টা বাজাবেন মাস্ক!

‘ম্যাপল পাতা’র দেশ নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে বলে জানিয়েছেন মাস্ক। নিজের মালিকানাধীন এক্স হ্যান্ডলে এ কথা লিখেছেন তিনি।
  • | ১১ নভেম্বর, ২০২৪
ট্রুডোর বিদায় ঘণ্টা বাজাবেন মাস্ক! জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে নিয়ে মন্তব্য করলেন বিশ্বের অন্যতম ধনকুবের তথা মার্কিন শিল্পপতি ইলন মাস্ক। তার পতনের দিনক্ষণ এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হোক বা জার্মানিতে সরকারের পতন। তিনি মুখ খুললেই সংবাদমাধ্যমে তৈরি হয় নতুন শিরোনাম। বিশ্বের অন্যতম এই ধনকুবেরের হাত ধরেই কি এবার কানাডায় ‘পালা বদলের পালা’?


ইলন মাস্ক তার ব্যাটারিচালিত গাড়ি নির্মাণকারী সংস্থা ‘টেসলা’ দিয়ে সারা দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে। এ ছাড়া নেটেজিয়ান প্রিয় এক্স হ্যান্ডলেরও (সাবেক টুইটার) মালিকানা রয়েছে তারই হাতে। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অতি ঘনিষ্ঠ’ মাস্ক। যা নিঃসন্দেহে নতুন জল্পনার জন্ম দিয়েছে।


ট্রুডোকে নিয়ে ঠিক কী বলেছেন টেসলা কর্ণধার? আগামী নির্বাচনে ‘ম্যাপল পাতা’র দেশ নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে বলে জানিয়েছেন মাস্ক। নিজের মালিকানাধীন এক্স হ্যান্ডলে এ কথা লিখেছেন তিনি। ৭ নভেম্বর মাস্ককে ট্যাগ করে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন রবার্ট রোনিং নামের এক ব্যক্তি। সেখানে ‘ট্রুডোর থেকে মুক্তির জন্য’ তার কাছে সাহায্য চান তিনি। জবাবে টেসলা কর্ণধার বলেন, ‘আসন্ন নির্বাচনে পতন হবে ট্রুডোর।’


আগামী বছর (২০২৫ সালে) কানাডায় নির্বাচন রয়েছে। মাস্কের ওই মন্তব্যের পর তা এগিয়ে আসতে পারে বলেও আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে। অন্য দিকে সমীক্ষকদের দাবি, সাম্প্রতিক সময়ে নিজের দেশে জনপ্রিয়তা হারিয়েছেন ট্রুডো।