নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মিছিলে সামনে থাকা নিয়ে মারামারি হয়েছে। সোমবার (১১ নভেম্বর) শহরের বসুরহাট বাজারে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত দিবসের আলোচনা শেষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আলোচনা সভায় প্রবাসীদের নিয়ে বিরূপ বক্তব্য দেন কোম্পপানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার। এ ছাড়া মিছিলে সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা বিএনপির সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী কামাল উদ্দিনকে ধাক্কা দেন তিনি। এ সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল আলম সিকদার বলেন, 'কিছু ব্যক্তি বিএনপির দুঃসময়ে পালিয়ে গিয়ে দীর্ঘদিন প্রবাসে ছিলেন। এখন অনেকে দেশে এসে বিএনপি নেতা হওয়ার স্বপ্ন দেখছেন। আপনারা মিছিলের সামনে আসার চেষ্টা করবেন না। আপনারা থাকবেন নির্যাতিত নেতাকর্মীদের পেছনে। তিনি আরো বলেন, 'আমাদের নেতার অভাব নাই ভোটারেরও অভাব নাই। আপনারা (প্রবাসীরা) এসে বিএনপির জন্য মায়াকান্না করবেন না।'
প্রবাসী কামাল উদ্দিন অভিযোগ করে বলেন, 'নুরুল আলম শিকদার মেয়াদোত্তীর্ণ উপজেলা কমিটির আহ্বায়ক।’
তিনি ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি, ঘের দখল, বালু মহালসহ পলাতক আওয়ামী লীগ নেতাদের থেকে টাকা হাতিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন তিনি। এসব বিষয়ে প্রতিবাদ করায় তিনি আমাদের সহ্য করতে পারছেন না। সোমবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় নানা কটু কথা বলেন শিকদার। পরে মিছিলে আমাকে ধাক্কা মারেন তিনি। এরপর উপজেলায় গিয়ে আমার দিকে তেড়ে আসতে চাইলে নেতাকর্মীরা তাকে পিটুনি দেয়।
নুরুল আলম সিকদার বলেন, 'বিএনপির দুঃসময়ে অনেকে ছিল না, এখন ব্যানার ধরতে চায়, তাই তাদের প্রতিহতের কথা বলেছি। এতে কেউ ক্ষুব্ধ হতে পারে, সমাবেশ শেষে তাদের কেউ কেউ অশালীন আচরণ করতে চেয়েছে। তার ওপর কেউ হামলা করেনি বলে জানান তিনি।’