এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানোর হুমকির পর এবার গুরুপতবন্ত সিং পান্নুনের নিশানায় হিন্দু মন্দির। সেই তালিকায় রয়েছে অযোধ্যার রামমন্দিরও।
নিষিদ্ধ খালিস্তানপন্থি সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)-এর নেতা পান্নুন নতুন ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সেখানেই তিনি দাবি করেছেন, আগামী ১৬ এবং ১৭ নভেম্বর হামলা করা হবে হিন্দু মন্দিরে।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সহিংস হিন্দুত্ববাদ মতাদর্শের জন্মস্থান অযোধ্যার ভিত্তি আমরা কাঁপিয়ে দেব।’
ওই ভিডিও-তে রামমন্দির উদ্বোধনের সময়কার ছবি দেখানো হয়েছে। শুধু রামমন্দির নয়, আরও কয়েকটি হিন্দু মন্দিরে হামলার হুমকি দিয়েছেন পান্নুন।
উল্লেখ্য, গত মাসে এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানোর হুমকি দিয়েছিলেন পান্নুন। যাত্রীদের সতর্ক করে তিনি জানিয়েছিলেন, আগামী ১ থেকে ১৯ নভেম্বর কেউ যেন এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রা না করেন।
তিনি আরও দাবি করেছিলেন, শিখদের গণহত্যার ‘প্রতিশোধ’ নিতে এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা চালানো হবে। তবে এয়ার ইন্ডিয়া বিমানে আগেও হামলা চালানোর ছক কষেছিলেন পান্নুন।
প্রসঙ্গত, খালিস্তানি নেতা পন্নুন যুক্তরাষ্ট্র এবং কানাডার দ্বৈত নাগরিক। কানাডায় আশ্রয় নেয়া পান্নুন ২০২২ সালে সে দেশে বসবাসকারী হিন্দুদের ওপর হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। এরপর তার চণ্ডীগড়ের বাড়ি এবং অমৃতসরের জমি বাজেয়াপ্ত করেছিল এনআইএ।
পাঞ্জাবের বিভিন্ন থানায় পান্নুনের বিরুদ্ধে ২২টি অপরাধের মামলা রয়েছে। তার মধ্যে তিনটি দেশদ্রোহিতার।