ঢাকা | বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস লিগ: ১১ বছর ফাইনালে ডর্টমুন্ড

এবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ওয়েম্বলিতে, এরই মধ্যে যার টিকিট নিশ্চিত করেছে ফেলেছে ডর্টমুন্ড।
  • | ০৮ মে, ২০২৪
চ্যাম্পিয়নস লিগ: ১১ বছর ফাইনালে ডর্টমুন্ড ফাইনালের টিকিট নিশ্চিতের পর ডর্টমুন্ড ফুটবলারদের উদযাপন

চ্যাম্পিয়নস লিগের ২০১২-১৩ মৌসুমের পুনরাবৃত্তি হয়তো ঘটতে চলেছে। সেবার এই আসরের ফাইনাল হয়েছিল লন্ডনের ওয়েম্বলিতে, লড়েছিল দুই জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। এবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ওয়েম্বলিতে, এরই মধ্যে যার টিকিট নিশ্চিত করেছে ফেলেছে ডর্টমুন্ড।


গতকাল মঙ্গলবার (৭ মে) দিবাগত রাতে পিএসজিকে তাদেরই ঘরের মাঠে ১-০ গোলে হারায় ডর্টমুন্ড। এ জয়ে দুই লেগে ২-০ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠল জার্মান ক্লাবটি। সেই ২০১২-১৩ মৌসুমের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলো ডর্টমুন্ড।


ফাইনালে ওঠার খুব কাছে আছে বায়ার্নও। আজ বুধবার (৮ মে) দিবাগত রাতে বাভারিয়ানদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। আগের লেগ ২-২ গোলে ড্র হওয়ায় কোনোমতে জিতলেই চ্যাম্পিয়নস লিগে ফিরে আসবে ২০১২-১৩ মৌসুম!


এদিকে, ডর্টমুন্ডকে হটিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে পার্ক দে প্রিন্সেসে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হতো পিএসজিক। মাঠে সেই লক্ষ্যে নেমে একক আধিপত্যও দেখায় দলটি। বল দখল থেকে শুরু করে গোলের জন্য শট, স্বাগতিকরা ছিল বেশ এগিয়ে। তবে ভাগ্য খারাপ প্যারিসের ক্লাবটির। ডর্টমুন্ডের জমাট রক্ষণ পার করলেও দলটির ফুটবলাররা ভেদ করতে পারেনি জাল। এছাড়া বেশ কয়েকটি শট পোস্ট ও ক্রসবারে লাগলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় পিএসজিকে।


প্রথম লেগে ডর্টমুন্ডের হয়ে একমাত্র গোলটি করেছিলেন জার্মান স্ট্রাইকার নিকলাস ফুলক্রুগ। পিএসজির মাঠে গোলটি এসেছে সেন্টার ব্যাক ম্যাটস হামেলস। ৫০ মিনিটে ভাগ্য নির্ধারণী গোলটি করেন তিনি।