ঢাকা | বঙ্গাব্দ

নতুন ৩ উপদেষ্টার অপসারণ দাবি, রাস্তায় মহিলা দল নেত্রী

দুপুর সাড়ে ১২ টায় রাজশাহীর আরডিএ মার্কেটের সামনে থেকে সোনাদিঘী মোড় হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত একা পদযাত্রা করেন।
  • | ১২ নভেম্বর, ২০২৪
নতুন ৩ উপদেষ্টার অপসারণ দাবি, রাস্তায় মহিলা দল নেত্রী ব্যানার হাতে রোকসানা বেগম টুকটুকি।

মোস্তফা সরয়ার ফারুকীসহ নতুন ৩ উপদেষ্টার পদত্যাগের দাবিতে একক পদযাত্রা করেছেন মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি।


আজ দুপুর সাড়ে ১২ টায় রাজশাহীর আরডিএ মার্কেটের সামনে থেকে সোনাদিঘী মোড় হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত তিনি পদযাত্রা করেন। পদযাত্রা শেষে মোস্তফা সরয়ার ফারুকীর  ছবি তে আগুন জ্বালিয়ে দেন।


এ সময় তিনি বলেন, উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আওয়ামী লীগের দোসর। তাই ফারুকীসহ আওয়ামীপন্থী উপদেষ্টাদের অপসরণ করতে হবে। দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে আওয়ামী লীগকে পুর্নবাসন করার জন্য না। দেশের এমন পরিস্থিতে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং নির্বাচিত সরকার গঠন করে দেশ পরিচালিত করতে হবে।