ঢাকা | বঙ্গাব্দ

ভারতে আরো ৬ ট্রাম্প টাওয়ার

ভারতে আগে থেকেই চারটি ট্রাম্প টাওয়ার রয়েছে। ছয়টি নতুন ট্রাম্প টাওয়ার তৈরির পর এ বার সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ১০টিতে।
  • | ১২ নভেম্বর, ২০২৪
ভারতে আরো ৬ ট্রাম্প টাওয়ার ট্রাম্পের সংস্থা ‘ট্রাম্প অর্গানাইজেশন’-এর দফতর।

সদ্য শেষ হওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই জয়ের পাঁচ দিনের মাথায় ভারতে আরও ছয়টি ‘ট্রাম্প টাওয়ার’ তৈরি করার ইঙ্গিত দিল ট্রাম্পের মালিকানাধীন সংস্থা। যার ফলে যুক্তরাষ্ট্রের বাইরে ভারতই ট্রাম্প টাওয়ারের বৃহত্তম রিয়েল এস্টেট হাব হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প টাওয়ার যুক্তরাষ্ট্রের একটি সুপরিচিত বহুতল ভবন। এবার ট্রাম্পের নামাঙ্কিত সে রকমই ছয়টি বহুতল ভবন তৈরি হবে ভারতে।


ট্রাম্প টাওয়ার নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি বহুতল ভবন। ট্রাম্পের সংস্থা ‘ট্রাম্প অর্গানাইজেশন’-এর দফতর। ওই বহুতলে এক বিলাসবহুল পেন্টহাউসও রয়েছে ট্রাম্পের। ২০১৯ পর্যন্ত সপরিবারে ওখানেই থাকতেন তিনি। ভারতে ট্রাম্প অর্গানাইজেশনের লাইসেন্সপ্রাপ্ত অংশীদার ‘ট্রিবেকা ডেভেলপারস’ পুনে, গুরুগ্রাম, নয়ডা, মুম্বাই, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে এই ছয়টি টাওয়ারের চুক্তি ইতিমধ্যেই চূড়ান্ত করেছে।


ভারতে আগে থেকেই চারটি ট্রাম্প টাওয়ার রয়েছে। যুক্তরাষ্ট্রের পরে ভারতেই রয়েছে ট্রাম্প ব্র্যান্ডের সব থেকে বেশি সংখ্যক প্রকল্প। ছয়টি নতুন ট্রাম্প টাওয়ার তৈরির ঘোষণার পর এ বার সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ১০টিতে। এই ভবনগুলির বিক্রয়মূল্য ১৫ হাজার কোটি টাকারও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।