ঢাকা | বঙ্গাব্দ

গোদাগাড়ীতে জাল ভোট দেওয়ার ভিডিও ভাইরাল

দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে জাল ভোট দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
  • | ০৮ মে, ২০২৪
গোদাগাড়ীতে জাল ভোট দেওয়ার ভিডিও ভাইরাল ফাইল ছবি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের মনিগ্রামের একটি কেন্দ্রে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে জাল ভোট দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।


আজ বুধবার (৮ মে) দুপুর ২টায় এমডি হামিম হোসেন এসপি নামের একটি ফেসবুক আইডি থেকে জাল ভোট দেওয়ার ভিডিওটি আপলোড করা হয়। ওই ভিডিওতে জাল ভোটদানকারীরা পছন্দের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলের দোয়াতকলম মার্কাসহ অন্যান্য পদের পছন্দের প্রার্থীদের প্রতীকেও সিল মারতে দেখা যায়।


এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়লে চেয়ারম্যান প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাপ-পিরিচ প্রতীকের জাহাঙ্গীর আলম ক্ষোভ প্রকাশ করেন এবং ওই কেন্দ্রে ভোট বাতিলের দাবি জানিয়ে বলেন,  দেওপাড়া ইউনিয়নের নির্বাচন বাতিল চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছি।


রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ জাল ভোটের ব্যাপারে বলেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাহাঙ্গীর আলম ইউনিয়নের প্রত্যেকটা কেন্দ্রের ভোট বাতিলের আবেদন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।