ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন পিট হেগসেথ

মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে হেগসেথের নিয়োগের ঘোষণা দেন ট্রাম্প।
  • | ১৩ নভেম্বর, ২০২৪
ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন পিট হেগসেথ পিট হেগসেথ ও ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে ৪৪ বছর বয়সী পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হেগসেথ ফক্স নিউজের রক্ষণশীল উপস্থাপক হিসেবে পরিচিত এবং মার্কিন সামরিক বাহিনীতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। মিনেসোটা অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে প্রার্থী হলেও তিনি নির্বাচিত হতে পারেননি।


ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে হেগসেথের নিয়োগের ঘোষণা দেন। পোস্টে ট্রাম্প বলেন, পিট হেগসেথ একজন শক্তিশালী ও বুদ্ধিমান নেতা, যিনি ‘আমেরিকা ফার্স্ট’ নীতির একজন সত্যিকারের সমর্থক। ট্রাম্প আরও বলেন, তিনি শত্রুদের বুঝিয়ে দেবেন, পিটের নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী আবারও দুর্দান্ত হয়ে উঠবে এবং যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না। এই ঘোষণায় হেগসেথের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


এর আগে, ট্রাম্প তার প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী (হোমল্যান্ড সিকিউরিটি) হিসেবে সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েমের নাম ঘোষণা করেছেন। এছাড়া, ট্রাম্প নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ফ্লোরিডার সিনেটর মাইকেল ওয়ালৎসকে নিয়োগ দিতে যাচ্ছেন। পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিও) প্রধান হিসেবে ট্রাম্প তার দীর্ঘদিনের মিত্র লি জেলডিনকে মনোনীত করবেন বলে জানিয়েছে রয়টার্স।