ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকায় বুধবার (১৩ নভেম্বর) সকালে একটি চায়ের দোকানে ঢুকে এক তৃণমূল নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত অশোক সাউ ভাটপাড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাবেক তৃণমূল সভাপতি। তাকে প্রথমে ভাটপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। থমথমে অবস্থা বিরাজ করছে ভাটপাড়া এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, ভাটপাড়া থানা এলাকায় বুধবার সকালে আচমকাই একের পর এক বোমাবাজি শুরু হয়। থানা চত্বরে একটি চায়ের দোকানে বসে তখন আড্ডা দিচ্ছিলেন তৃণমূল নেতা অশোক। হঠাৎ ওই চায়ের দোকানে ঢুকে পড়ে জনাকয়েক সন্ত্রাসী। কিছু বুঝে ওঠার আগেই হামলা শুরু করে তারা। চায়ের দোকানের ভিতরে এবং বাইরে শুরু হয় বোমাবাজি। অশোককে লক্ষ্য করে গুলি চালানো হয়। এখানেই শেষ নয়। ওই চায়ের দোকানের জিনিসপত্র তছনছ করে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।
দোকানদারের দাবি, দোকানে খুব ভিড় ছিল। তিনি চা বানাতে ব্যস্ত ছিলেন। হঠাৎই গোলমাল শুরু হয় দোকানের মধ্যে। তিনি বলেন, কিছু বুঝতে পারিনি। অশোকবাবু রোজই আমার দোকানে চা খেতে আসেন। তার গায়ে গুলি লেগেছে। আমার দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা থেকে বোমাবাজি করতে চায়ের দোকানে ঢোকে দুষ্কৃতকারীরা। দোকানে ভাঙচুর চালিয়ে এবং তৃণমূল নেতাকে গুলি করে তারা পালিয়ে যায়।
পুলিশ জানায়, ২০২৩ সালে একবার অশোকের উপর হামলা হয়। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, তিনজন চায়ের দোকানে ঢুকে অশোক সাউকে গুলি করে। অশোকবাবুর পিঠে গুলি লেগেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান তিনি।