ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে।
আজ বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলেছে বিকেল ৪টা পর্যন্ত। গোলাগুলি, সংঘর্ষ, ভোটগ্রহণ স্থগিত, প্রিসাইডিং কর্মকর্তা আটকসহ নানা বিচ্ছিন্ন ঘটনাই ঘটেছে নির্বাচনে। ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতিও কম ছিল।
ভোটার উপস্থিতির বিষয়ে নির্বাচন কমিশিনের সচিব মো. জাহাংগীর আলম জানান, দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে।