ঢাকা | বঙ্গাব্দ

চকবাজারে ২৫০০ কেজি পলিথিন জব্দ

ঢাকার চকবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।
  • | ১৩ নভেম্বর, ২০২৪
চকবাজারে ২৫০০ কেজি পলিথিন জব্দ সংগৃহীত

ঢাকার চকবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এতে তিনটি কারখানার বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয় এবং দুই হাজার ৪৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে অভিযানে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ অংশ নেয়। পলিথিনবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন্য হাতির সুরক্ষায় হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের কেইপিজেড এলাকায় হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করতে পরিকল্পনা করা হচ্ছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

বাংলাদেশ সচিবালয়ে বুধবার (১৩ নভেম্বর) আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

এই সভায় চট্টগ্রামের কেইপিজেড ও আশপাশের এলাকায় হাতির সুরক্ষা এবং মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে বিশেষজ্ঞ কমিটির অগ্রগতি পর্যালোচনা করা হয়।