চকবাজার থানায় দায়ের করা হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের ১০ দিনের রিমান্ড আবেদন করতে যাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা এ রিমান্ড আবেদন করবেন বলে পুলিশের একটি সূত্রে জানা গেছে। সূত্রটি জানিয়েছে, মামলার ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে’ সোলায়মান সেলিমকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। এ দিন তাকে পুলিশ হেফাজত থেকে আদালতে উপস্থিত করা হবে। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
রাজধানীর গুলশান এলাকা থেকে সোলায়মান সেলিমকে গতরাতে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। এরপর তাকে কোতোয়ালি থানা হাজতে রাখা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি এনামুল হাসান জানান, আজ তাকে চকবাজার থানা পুলিশের কাছে তুলে দেওয়া হবে। যেহেতু চকবাজার থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে সেই মামলায় তার রিমান্ড চাওয়া হবে।
ছাত্র-জনতার তুমুল আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ নেতারা। অনেকে বিদেশে পালিয়ে গেলেও দেশে অবস্থান করা নেতারা আছেন আত্মগোপনে। এখনও গা ঢাকা দিয়ে আছেন অনেকে। হাজি সেলিমপুত্র সোলায়মান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। অবশেষে গতরাতে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
সোলায়মান সেলিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকিটে ভোট করে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর গত ১ সেপ্টেম্বর লালবাগ থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন সোলায়মানের বাবা হাজি সেলিম।
২০১৪ সালের নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন হাজি সেলিম। নৌকার প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে হারিয়ে এমপি হওয়ার পর সংসদের ১৬ জন স্বতন্ত্র সদস্যকে নিয়ে জোট গঠন করেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন হাজি সেলিম। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজি সেলিম প্রার্থী না হলে ভোট করে আসনটি নিজের করে নেন তারই বড় ছেলে সোলায়মান সেলিম।