রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার দিলু রোডের একটি বাসা থেকে দরজা ভেঙ্গে চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের (৫৫) গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। তিনি অবিবাহিত ছিলেন। মগবাজার দিলু রোডের একটি ভবনের পঞ্চম তলায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি।
মঙ্গলবার রাতে তার সহকর্মীরা বাসায় গিয়ে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পরে মধ্যরাতের দিকে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে তাকে মৃত অবস্থায় পায়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে দেখতে পান, তিনি মৃত অবস্থায় বিছানায় উপুড় হয়ে পড়ে আছেন।
রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তার সাথে থাকা লোকজনদের সাথে কথা বলে জানা গেছে, আরও কয়েকজনের সাথে মেছ করে থাকতেন আউয়াল। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। অন্য কোন কারণ রয়েছে কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।
চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের সহযোগী পরিচালক হিসেবে এম এ আউয়াল ‘সিটি রংবাজ’ ছবিতে কাজ করেন।