ঢাকা | বঙ্গাব্দ

ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ প্রাইমারি স্কুল

ভয়াবহ দূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী দিল্লি।
  • | ১৫ নভেম্বর, ২০২৪
ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ প্রাইমারি স্কুল সংগৃহীত

ভয়াবহ দূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। প্রতিবছর শীতের সময়ে বাতাসের মানের অবনতি ঘটে। পরিস্থিতি খারাপ পর্যায়ে পৌছানোর ফলে দিল্লির সকল প্রাইমারি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


শুক্রবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


এছাড়া আজ থেকেই সকল প্রাইমারি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। স্কুল বন্ধ হলেও শিক্ষার্থীদের পাঠদানের কাজ চলবে অনলাইনে। এছাড়া দিল্লির পরিস্থিতির উন্নতি ঘটাতে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।


প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান বায়ু দূষণের কারণে দিল্লির সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন।


ভারতের রাজধানীর মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা সিং বলেছেন, শহরটিকে ঘিরে থাকা ঘন ধোঁয়াশার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস অনলাইনে চলবে। 


প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি এবং আশপাশের শহরগুলো ব্যাপক মাত্রায় দূষণের কবলে পড়েছে যেটাকে মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবারও দিল্লির বাতাসে সূক্ষ্ম কণার পরিমাণ নিরাপদ মাত্রার চেয়ে ৫০ গুণেরও বেশি ছিল। 


দিল্লির দূষণ ঘিরে শুক্রবার থেকে আরও কড়াকড়ি আরোপ করা হচ্ছে ভারতের রাজধানীতে। দিল্লিতে বাতাসের গুণগত মানের অত্যন্ত অবনতি হওয়ায় এই কড়াকড়ি আরোপ করা হচ্ছে। দূষণ মোকাবিলায় আজ সকাল ৮টা থেকেই কার্যকর হতে চলেছে তৃতীয় স্তরের সতর্কতা (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ বা জিআরএপি ৩)। 


এখনই প্রয়োজন নেই, এমন নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে শহরটিতে। দূষণ কমাতে রাস্তায় যান চলাচলের সংখ্যা সীমিত করা হয়েছে।