মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে বেছে নিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ বিষয়টি জানান তিনি।
নিজের এক্স হ্যান্ডেলে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো প্রশাসনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নাগরিকদের নিরাপত্তা ও সুস্বাস্থ্য। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগ ক্ষতিকারক রাসায়নিক, দূষণকারী, কীটনাশক, ফার্মাসিউটিক্যাল পণ্য ও খাদ্য সংকট থেকে রক্ষায় সাহায্য করার জন্য একটি বড় ভূমিকা পালন করবে।
তিনি আরও লেখেন, কেনেডি এই সংস্থাগুলোকে গোল্ড স্ট্যান্ডার্ড সায়েন্টিফিক রিসার্চের ঐতিহ্য ও স্বচ্ছতার মাধ্যমে পুনরুদ্ধার করবেন। দীর্ঘস্থায়ী মহামারিকে শেষ করতে ও যুক্তরাষ্ট্রকে আবার মহান ও সুস্থ করে তুলতে তিনি ভূমিকা রখাবেন।
এদিকে, বৃহস্পতিবার এক বিবৃতিতে কেনেডি জুনিয়র বলেন, ৮০ হাজারেরও বেশি কর্মচারীর সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি, যাতে কর্পোরেট হস্তক্ষেপের কালো মেঘ থেকে এজেন্সিগুলোকে মুক্ত করা যায়। এমনভাবে কাজ করতে চাই, যাতে সরকারি সংস্থাগুলো মার্কিনিদের আবারও পৃথিবীতে সবচেয়ে স্বাস্থ্যকর মানুষ হিসেবে গড়ে তোলার কাজ চালিয়ে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইয়ের ছেলে রবার্ট এফ কেনেডি জুনিয়র। পেশায় পরিবেশবাদী আইনজীবী তিনি। রবার্ট এফ কেনেডি জুনিয়র এবারের প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু একাধিক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ায় তার প্রার্থিতা তেমন জনসমর্থন অর্জন করতে পারেনি। নির্বাচনী দৌড় থেকে ছিটকে যান তিনি ও শেষপর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করার সিদ্ধান্ত নেন।