নতুন নামে চালু হয়েছে গাজীপুরের সাফারি পার্কের কার্যক্রম। পার্কের গেটে ও টিকিট থেকে ফেলে দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক’ নামটি। এখন থেকে পার্কটির কার্যক্রম ‘সাফারি পার্ক, গাজীপুর’ নামে চালানো হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. রফিকুল ইসলাম।
এর আগে, গত ৫ আগস্টের গণঅভ্যূত্থানের সময় গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এরপর থেকেই বন্ধ থাকে পার্কটি। দুর্বৃত্তের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর বন্ধ হয়ে যাওয়া সাফারি পার্ক খুলল আজ (শুক্রবার)।
সহকারী বন সংরক্ষক পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট দুর্বৃত্তরা পার্কের মূল ফটক ভেঙে দেয়। এছাড়াও ভেতরের বিভিন্ন স্থাপনা ভেঙে পশুপাখি চুরিসহ অন্তত আড়াই কোটি টাকার ক্ষতিসাধন করে। তবে তিন মাসের ভেতর পার্কের সংস্কার কাজ শেষের দিকে এনে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। আশা করছি পার্কটি পূর্বের মতোই দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে।