২ হাজার ৩ কোটি ৯০ লাখ টাকার পণ্য কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে ১৮৭ কোটি টাকা ব্যয়ে ৬০ হাজার মেট্রিকটন ইউরিয়া সার, ১০৩ টাকা কেজি দরে ২২৪ কোটি টাকার ২২ হাজার মেট্রিকটন মশুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
বুধবার (৮ মে) সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এই অনুমোদন দেয়া হয়।
এছাড়া স্থানীয় সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রতি লিটার ১৫২ টাকা দরে ১শত ৮২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল, উন্মুক্ত দর পদ্ধতিতে প্রতি লিটার ১৪৮.৭৫ টাকা দরে ৫৯ কোটি ৫০ লাখ টাকার ৪০ লাখ লিটার রাইস ব্রাণ তেল এবং বিদ্যৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বাড়াতে ১ হাজার ৩শত ৫১ কোটি টাকা ব্যয়ে ৩ কার্গো এলএনজি আমদানির ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।