দেড় মাসের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্পে কাঁপল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি। শুক্রবার (১৫ নভেম্বর) দেশটির উপকূলীয় অঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, পাপুয়া নিউগিনির উপকূলে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইউএসজিএস বলেছে, প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপ দেশটির ইস্ট নিউ ব্রিটেন প্রদেশের রাজধানী কোকোপো শহর থেকে প্রায় ১১২ কিমি দূরে ভূপৃষ্ঠের ৫২.৪ কিলোমিটার (৩২.৫ মাইল) গভীরতায় ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে মানুষ ভবন থেকে নেমে আসেন।
পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের ঘটনা বেশ সাধারণ। এই দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। এছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের ফলে ভূমিকম্পের ক্রিয়াকলাপের জন্য এই অঞ্চলটি একটি হটস্পট। মার্চে পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ভয়াবহ সেই ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত ও সহস্রাধিক বাড়িঘর ধ্বংস হয়ে যায়। এছাড়া এপ্রিলেও ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পাপুয়া নিউগিনি। সেপ্টেম্বরের শুরুতেও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের সাক্ষী হয় প্রশান্ত মহাসাগরীয় এই দেশটি।