চলতি মৌসুমের শেষে চেলসি ছাড়ার ঘোষণা দিয়েছেন ডিফেন্ডার থিয়াগো সিলভা। এরপর ফ্রি এজেন্ট হিসেবে তিনি যোগ দেবেন ঘরের ক্লাব ফ্লুমিনেন্সে। দুই বছরের চুক্তিতে ক্লাবটিতে নাম লেখাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা।
আজ বুধবার (৮ মে) সিলভা নিজেই বিষয়টি নিশ্চিত করে এক্সে একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘আমি ঘরে ফিরছি।’ এসময় তাকে শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের একটি জার্সি পরিহিত অবস্থায় দেখা গেছে।
চুক্তির বিষয়ে ফ্লুমিনেন্স বলেছে, ‘থিয়াগো সবসময়ই চেলসির অধীনে খেলতে চেয়েছে। সে সত্যিকারের একজন ব্লু লিজেন্ড। আমাদের চ্যাম্পিয়নকে যে ভালবাসা তোমরা দিয়েছো তার জন্য তোমাদের ধন্যবাদ। এখন তার ঘরে ফিরে আসার পালা, রিও তার অপেক্ষায় আছে।
’ফ্লুমিনেন্সের ইয়ুথ একাডেমিতে প্রথম যোগ দিয়েছিলেন সিলভা। এরপর অল্প সময়েই মূল দলে তার ডাক পড়ে। ক্লাবটির হয়ে ২০০৬ সালে কোপা ডো ব্রাজিল জয় করেন তিনি। এরপর ২০০৯ সালে ইতালিয়ান সিরি-এ জায়ান্ট এসি মিলানে যোগ দেন।
ইউরোপে সিলভা মিলান ও পিএসজির হয়ে দুটি লিগ শিরোপা ছাড়াও ২০২১ সালে চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতেন।
ব্রাজিলের জাতীয় দলের জার্সি গায়ে ১১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, ২০১৯ সালে জিতেছেন কোপা আমেরিকা