অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ। তবে ভিসা জটিলতায় পাকিস্তানের হয়ে আয়ারল্যান্ড সিরিজ খেলা প্রায় অনিশ্চিত আমিরের।
ভিসা জটিলতায় পাকিস্তান দেশ ছাড়লেও, আমির পারেননি।
আয়ারল্যান্ড সফরের জন্য আমিরের ভিসা না পাবার বিষয়টি ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা।পিসিবি জানিয়েছে, দলের সবার সাথেই আয়ারল্যান্ড সফরের জন্য ভিসার আবেদন করেছিলেন যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা আমির। মঙ্গলবার ডাবলিনের উদ্দেশে রওনা হবার আগে দলের সবাই ভিসা পেলেও, পাননি আমির। এ কারণে পাকিস্তানেই থেকে যান আমির। আমিরের ভিসার বিষয়টি সমাধানের জন্য ক্রিকেট আয়ারল্যান্ডের সাথে যোগাযোগ রাখছে পিসিবি।
আয়ারল্যান্ডের বিপক্ষে ১০, ১২ ও ১৪ মে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এরপর ২২ মে থেকে ইংল্যান্ড সফরে চার ম্যাচের টি-টোয়েন্টি খেলবে তারা। ইংলিশদের বিপক্ষে সিরিজ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দেবে বাবর আজমের দল।