ঢাকা | বঙ্গাব্দ

অক্সফোর্ডে স্বাধীন কাশ্মীরের পক্ষে সভা

ব্রিটিশ হিন্দুদের সংগঠন ইনসাইট ইউকের পক্ষ থেকে স্লোগান দেওয়া হয়, ‘সকলেই জানেন, অক্সফোর্ড ইউনিয়ন জঙ্গিদের পাশে আছে।’
  • | ১৭ নভেম্বর, ২০২৪
অক্সফোর্ডে স্বাধীন কাশ্মীরের পক্ষে সভা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

স্বাধীন কাশ্মীরের সমর্থনে বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কের আয়োজক সংগঠন ‘অক্সফোর্ড ইউনিয়ন’। অক্সফোর্ড ইউনিয়ন আয়োজিত সভার বিষয় ছিল ‘স্বাধীন কাশ্মীরে বিশ্বাস করে এই সভা’। সভার বাইরে বিক্ষোভ করে ব্রিটিশ হিন্দুদের সংগঠন ‘ইনসাইট ইউকে’।


সভার দুই বক্তা মুজ্জাম্মেল আয়ুব ঠাকুর ও জাফর খানের বিরুদ্ধে অভিযোগ তোলে ইনসাইট ইউকে। ইনসাইট ইউকের পক্ষ থেকে স্লোগান দেওয়া হয়, ‘সকলেই জানেন, অক্সফোর্ড ইউনিয়ন জঙ্গিদের পাশে আছে।’ 


বিতর্ক সভায় স্বাধীন কাশ্মীরের পক্ষে বক্তাদের বক্তব্যের জবাব দিতে গিয়ে ভারতীয় ছাত্র আদর্শ মিশ্র বলেন, জেকেএলএফ অনেক কাশ্মীরি পণ্ডিতকে খুন করেছে। বার্মিংহামেও তারা খুন করেছে হিন্দু সরকারি কর্মকর্তাকে। এই সভার উপর আমাদের বিশ্বাস নেই। 


অক্সফোর্ড ইউনিয়নের সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছি। কারণ, তিনি পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রতিনিধি ছাড়া কিছু নন। তার উপরও এই সভার কোনও বিশ্বাস নেই।