ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরী মণি। ব্যক্তিজীবন নিয়েই বেশি বিতর্কিত তিনি। সোমবার (১৮ নভেম্বর) চলন্ত গাড়িতে এক ব্যক্তির হাতে হাত রাখা ভিডিও প্রকাশ করেন পরী। ফেসবুকে পোস্ট করা ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়। সবাই ধরেই নিয়েছিলেন হয়তো নতুন প্রেমে মজেছেন পরী।
যদিও ক্যারিয়ারের শুরু থেকে প্রেম ও একাধিক বিয়ে নিয়ে বরাবরই আলোচিত-সমালোচিত রক্ত সিনেমার এই নায়িকা। সোমবার সেই ভিডিওতে পরী জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’
তবে একদিন না পেরুতেই জানা গেল বিষয়টি নিয়ে মজা করেছেন পরী। সেই ভিডিওর ক্যাপশনে নায়িকা লিখেন, ইয়েস আই অ্যাম ইন লাভ অ্যাগেইন’। অর্থাৎ ‘হ্যা আবার প্রেমে পড়েছি।’
একই রাতে পরী মণি প্রকাশ করেন পুরো ভিডিও। সঙ্গে জানা যায় পরীর হাতে হাত রাখা ব্যক্তির পরিচয়। তিনি আর কেউ নন নায়িকার নতুন কস্টিউম ডিজাইনার। বিষয়টি যে তামাশা ছিল সেটি উল্লেখ করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘প্রাংকটা কি একটু বেশি হলে গেছিলো?’
সবশেষ পরীকে ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ দেখা যায়। তার বিপরীতে রয়েছেন মোস্তাফিজ ইমরান নূর। ৮ নভেম্বর মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পায় পরীর অভিনীত প্রথম এই ওয়েব সিরিজ।